STORYMIRROR

Latifur Rahman

Tragedy Others

2  

Latifur Rahman

Tragedy Others

নষ্ট করেছ আমাকে

নষ্ট করেছ আমাকে

1 min
112

তুমি নষ্ট করেছো আমাকে, বেশি ভালো বেসে বেসে,

এতটা যত্নময় ছিলাম কোন কালে?

অপরিপাটি আর অযত্নকৃত মানুষ আমি।

যে দুর্নাম বহন এতকাল।

আজ তোমার গোছালো, যত্নশীল প্রেমে,

আমাকে নষ্ট করেছো তুমি।

এতটা চোখের নিকটবর্তী করেছ যে আমায়,

তোমার দৃষ্টি কিঞ্চিৎ সরালে,

উচাটন মন তোমার,

বিহবল, বিধ্বস্ত তড়িৎ প্রবাহে,

আমাকে ভেবে ভেবে।

তোমার কপালে চিন্তিত ভাজ,

সরু হয়ে আসে চোখের দু পাড়,

জল ঝরাতে।

একসার মেঘ চুয়ে চুয়ে আসে,

গগন-টুটে, চেপে ধরে দুই গালে।

আমার ভবিষ্যৎ হাতবদলের,

আশংকায় ডুবে যাও তুমি,

পথ ভোলা পথিকের মতো,

সব পথ দাও পাড়ি,

রাস্তা ভুলে।

আমার সুখ দুঃখ, আর অসুখের সাতকাহন,

গেথে গেথে রাখ,

তোমার চিন্তিত মনের,

দিনলিপি লেখার,

ব্যক্তিগত হৃদয় পটে।

এতটা অবুঝ কেন?

এতটা যত্নশীল ভালোবাসা কেন?

তুমি নষ্ট করেছো আমাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy