নিয়তি
নিয়তি
নিয়তি
মানিক চন্দ্র গোস্বামী
কাননের ফুল ঝরে পড়ে যায়
শেষের সময় এলে,
রূপ, রস, গন্ধ, বর্ণ
হারায় নিয়তি কোলে।
স্তব্ধ হয় প্রাণের স্পন্দন
অমোঘ নিয়তি টানে,
হাসি, খেলা, গান, ফুরায় সবই
ছিঁড়ে যায় বন্ধনে।
শোকাতুর প্রাণ বিরহে মলিন
অশ্রু নদীর তীরে,
প্রিয়জন স্মৃতি বাধাহীন ঘোরে
ভেঙে পড়া অন্তরে।
নিয়তির ডাকে কখন কে যাবে
স্থিরতা নেই যে কোনো,
ছেলে, বুড়ো, জোয়ান, মরদ
পায় না পরিত্রাণও।
ভাঙা গড়ার চলছে খেলা
রহস্য চতুর্দিকে,
জীবন খাতার জীবন্ত ছবি
হঠাৎ হয় যে ফিকে।
দুঃখ সুখের মায়াজালে ঘেরা
ভরসার বিশ্বাসে,
প্রাণবায়ুর হাঁপর বাজে
নিয়তির নিঃশ্বাসে।
কার্যকারিতা শৃঙ্খলে বাঁধা
ভালো মন্দের ভিড়ে,
ডুবে যাবে জীবন তরী,
নিয়তি যখন তীরে।
