STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Fantasy Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Fantasy Others

নিরুদ্দেশের দেশে

নিরুদ্দেশের দেশে

1 min
250

রাত জাগা এক অচিন পাখি

বলল উড়ে এসে,

আমার সঙ্গী হয়ে চলো

নিরুদ্দেশের দেশে।

আলতো হেসে জড়িয়ে ধরে

বললাম আমি তারে,

সময় কি আমার হাতে

নেই একেবারে!!

চুপটি করে বসলো সে

মুখে নেই আর কোনো বুলি!!

বুঝলাম আমি, সময় শেষ

ভরে এসেছে আমার জীবন ঝুলি।

কত কিছু এখনও যে

রয়েগেছে বাকি!

বুঝতে পারিনি সময় আমাকে

দেব এইভাবে ফাঁকি।

জীবন খাতার সাদা পাতা

রয়েগেছে আজও শূন্য,

হারানো কলম পাইনি খুঁজে

হয় নি.. তাই সে.. পূর্ন‍।

অচিন পাখি উদাস মনে

বলল চুপিচুপি,,

তুমি আবার আসবে ফিরে

হয়ে কোনো বহুরূপী

আলতো হেসে পাখির সঙ্গী হয়ে

দিলাম আমি পাড়ি,

কিছুটা পথ পেরিয়ে গিয়ে

পিছন ফিরে দেখি,

আমার যা কিছু জীর্ন স্মৃতি

সময় স্রোতে ভেসে

আমাকেই গেছে ছাড়ি।

শুরু হলো আমার এক নতুন যাত্রা

জানিনা কোথায় হবে শেষ!

আমি এখন ভ্রান্ত পথিক

চলেছি নিরুদ্দেশের দেশ।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract