STORYMIRROR

Sankha sathi Paul

Abstract Others

2  

Sankha sathi Paul

Abstract Others

নিরুদ্দেশ যাত্রা

নিরুদ্দেশ যাত্রা

1 min
294


আমাদের বিচ্ছেদ লিখছি, কতকাল এভাবেই।

দৃশ্যপট সরে গেছে কতদূর--

আদিগন্ত জুড়ে সূর্যাস্তের লাল

বৈঠা ফেলে এসেছি নদীপারে

শুকতারা খোঁজা ভোরে।

ফিরে যাওয়া থেকে ঘুরে এসে বসে আছি চুপ করে।

আমাদের থেকে আমি গেলে পড়ে থাকো তুমি, 

তুমি ভালো থেকো, আলো হয়ে থেকো 

যা কিছু সম্ভব।  

এই শরীরে বিষ 

তবু কষ্টের মধ্যে শ্বাস নিই। 

আমি বিচ্ছেদ লেখা শেষে নিরুদ্দেশে যেতে চাই।



ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract