নিরুদ্দেশ যাত্রা
নিরুদ্দেশ যাত্রা


আমাদের বিচ্ছেদ লিখছি, কতকাল এভাবেই।
দৃশ্যপট সরে গেছে কতদূর--
আদিগন্ত জুড়ে সূর্যাস্তের লাল
বৈঠা ফেলে এসেছি নদীপারে
শুকতারা খোঁজা ভোরে।
ফিরে যাওয়া থেকে ঘুরে এসে বসে আছি চুপ করে।
আমাদের থেকে আমি গেলে পড়ে থাকো তুমি,
তুমি ভালো থেকো, আলো হয়ে থেকো
যা কিছু সম্ভব।
এই শরীরে বিষ
তবু কষ্টের মধ্যে শ্বাস নিই।
আমি বিচ্ছেদ লেখা শেষে নিরুদ্দেশে যেতে চাই।