নিরন্তরের নিরাপত্তায়
নিরন্তরের নিরাপত্তায়


আজো বাঁচি অনুভবে,
ফিরে যাই শৈশবে।
আজো বাঁচি অধীরতায়,
প্রেমের গভীরতায়।
নতুনত্বের আস্বাদন,
আজও চায় মন।
এখনো সহজ সরল সরস,
কিশোরের মতো কারো নয় বশ।
আঁধার করা অস্তরবির,
চিন্তা আমায় করেনা স্থবির।
ভালো লাগে গান আর খেলা,
মানুষের হাসিখুশি মেলা।
তবু অন্তরে নিরন্তরের সাধ,
খুঁজে চলি আনন্দ অগাধ,
অবাধ স্বাধীনতার শর্তে,
তাই ফিরতে চাইনা আর মর্ত্যে।