নির্ঘুম উৎযাপন
নির্ঘুম উৎযাপন


চুপচাপ বসে থাকো..
শুধুই নীরবতার স্রোত বয়ে যাক
মন ছায়াপথ থেকে শরীরের প্রতিটি নোনায়...!
মুখোমুখি প্রবল ভালোবাসা পেলে,
মানুষের মুখের শব্দ চোখের
কোনে গিয়ে আছড়ে পড়ে.....!
এসো, আমরা বরং চুপটি করে ছুঁয়ে থাকি,
পরস্পরের জন্য সৃষ্টি করি 'নির্ঘুম উৎযাপন'....!