STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

নির্বাসিত

নির্বাসিত

1 min
8

তোমার ঠিকানা নিভৃত -

সমাজের আড়ালে তুমি অসংখ্য ছায়া কুড়িয়ে বাসা বেঁধেছো নীরবে|

তোমার হৃদয়ের দেওয়ালে শুধু লজ্জার প্রলেপ আর ঠান্ডা ছাই,

সেই দিয়ে তুমি ঘর সাজিয়েছো|

তোমার হিমের শীতল বাড়ি আজ সন্ধ্যের আঁধার,

তোমার মুখোশ ভর্তি শরীরে অজস্র নাম লেখা|

তোমায় অবহেলা করেছে সভ্যতা,

তবুও কেন তুমি নির্বিকার?

তোমার প্রতিবাদ কলমের বোবা মুখে আর সাদা খাতায়|

অস্বীকার করেছে সমাজ তোমার বিতর্কিত অস্তিত্ব|

অবহেলায়, তোমার বাড়ি এখনো যে ধুলো মাখে নিরুপায়|

তোমার বাড়ির ধুলোমাখা রাস্তায়,

অন্ধকার জন্ম নিচ্ছে সেই প্রাচীন পথে|

চার দেওয়ালের ভেতর তুমি ক্রমশ জীর্ণতার পোশাক আঁকছো,

তোমার বাসি শরীরে|

এগুলো সবটাই পূর্বনির্ধারিত,

এবং তোমার নিখুঁত 'নির্বাসিত' অভিনয়|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract