STORYMIRROR

Piyanki Mukherjee

Fantasy

2  

Piyanki Mukherjee

Fantasy

নিমকাঠ আলতা চুবিয়ে

নিমকাঠ আলতা চুবিয়ে

1 min
564

সময় থমকে যাচ্ছে বারবার বরাবরের মতো 

তুমি আগুন চিহ্ন বয়ে বেড়াচ্ছ সেই কতকাল হলো 

উল্কি আঁকা আমার মায়ের পাদুটোতে আজও রংয়ের শব্দ শুনি 

আলতার চোখরাঙানী ভয় ধরায় বুকের ওই কোণের খুপড়িতে 


বাবা নিমগাছ হয়ে দাঁড়িয়ে থাকে উঠোনের ঠিক মাঝখানটায় 

কোনো তাপ নেই উত্তাপও প্রায় ভঙ্গুর 

আমি ভুলগুলোকে জড়ো করি 

প্রায় নিশ্চুপ কান্ডের গোড়ায় চোখের জল ঢালি 

মাটি স্যাঁতসেঁতে হয় কিন্তু ওর ডালপালা শুকনো 


তবুও হলুদ বিকেলে কাঠের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে 

নিমকাঠে বাবাকে পোড়াই 

রজনীগন্ধায় মা 


কাঠ পুড়ে ছাই হয় 

ফুল শুকিয়ে ঝুরঝুরে বালি 

বাবা পোড়ে না মা ভেজে না ওরা আজও জীবিত॥


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy