STORYMIRROR

Subrata Nandi

Abstract

2  

Subrata Nandi

Abstract

নিঝুম রাতে

নিঝুম রাতে

1 min
918

নিস্তব্ধতার আঁধার আগত মনের দর্পণে,

নীরবতার যাপন চিত্র সূর্যাস্তের অবনমনে।

হৃদয় ভাঙ্গার বিষাদবৃক্ষ দাঁড়িয়ে নিশিতে,

মুক্তমনা অচিন পাখি ফিরেছে খাঁচাতে!


দিবসের বিপ্লবী মন ভগ্নদশায় কূল হারায়,

নিশিযাপনে স্বপ্নভঙ্গ নতুন প্রাণীর উষ্ণতায়!

শাঁখাসিঁদুরে সিঁড়ি বেয়ে সুখের স্বপ্ন দেখা, 

হৃদয়ভেদি যন্ত্রণায় শরীরকে সাজিয়ে রাখা!


ঘরের স্বপ্ন দেখতে গিয়ে ঘরের বাইরে আসা,

নিঝুম রাতের ছত্রছায়ায় খেলছে ওরা পাশা!

রাতের তারায় জড়িয়ে আছে দুখের খেলাঘর,

লজ্জা আর ঘৃণার মাঝে লাগছে সবাই পর।


আলোয় ফেরার অপেক্ষায় প্রহর গোনে শুধু,

হাতড়ে মরে নিঝুম রাতে পর্দানশীন বারবধূ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract