নীল
নীল
নীল কি বেদনার রং?
হয়তো তাই, তোমার কথায়
কেনো চোখে নীল দেখি,
মাঝে মাঝে, ব্যথায় কুঁকড়ে
যায় আমার হৃদয়,
বুকের ভেতর জমা কষ্টগুলো
বেরোতে চায় বুক ফুঁড়ে,
এই মায়াবী পৃথিবীতে,
শুধু তুমিই ছিলে আমার
একান্ত আপন,
আজ তুমি আমার হৃদয়কে
ক্ষত বিক্ষত করে চলে যেতে
চাইছো আমাকে ছেড়ে,
অনেক দূরে,
তবে তাই হোক, তোমার
ভালোবাসার শেষ অবশিষ্ট টুকু
নিয়ে হৃদয় জ্বলুক
নীল শিখা হয়ে।
