STORYMIRROR

Subarna Debnath

Classics Others

4.5  

Subarna Debnath

Classics Others

নেশাকাতর

নেশাকাতর

1 min
241


এলোমেলো চিন্তার পাহাড় জমেছে

অগোছালো মনের বারান্দায় কুয়াশার অবকাশ, 

ভাঙা বিকেলের রোদেে শেষ পথটা

যেন, রইলো না ট্রামের বাঁকা লাইনে।

অফুরন্ত হাওয়ার দোলায় বদলাাচ্ছে সব.. 

বদলাাচ্ছে আবহাওয়া, বদলাাচ্ছে মানুষের  কলোরব।

বাউন্ডারি পেরিয়ে বাউন্ডলেপনায় মত্ত-এ মন, 

পাথরের আঘাতে ভেঙ্গে গেছে সেই বেপরোয়া দরপণ ।

সাঁঝের বাতি রাস্তায় রাস্তায় জোনাাকির সংকেত, 

ঝিঁ ঝিঁ -র ডাকে বাড়ে একাকীত্ব এই অবুঝ বোবা দেহেতে।

মিলিয়ে গেছে অন্ধকারে সেই নিকোটিনের শ্বাস

দুনিয়াা মদের গ্লাসে জরাজীর্ণ তরলের লাশ। 

ধোঁয়াতে ওঠে মৃত্যুর সংবাদ অনবরত এই ক্যাম্পাসে, 

আফিং বন্দি নেশায় রয়েছি সুখটানের ফন্দি আটতে॥


Rate this content
Log in

Similar bengali poem from Classics