বিষাক্ত
বিষাক্ত


নাই বা বললে সবটা
থাক কিছু অভিমান বাঁধা,
মনের কোণায় বা দরজা লাগানো গোপন ঘরে..
জানবো কখনো, ইচ্ছে হলে বোলো...!
জোর আমি করবো নাহ বা হয় তো
তার অধিকার হারিয়েছি।
ধরতে পেরেও রাখতে পারি নি.,
না না... দোষ আমার, অনুশোচনা আজ তলানিতে ঠেকেছে!
বরাবরের মতো তোমায় ছেড়ে ভুল পথ ধরেছি।
অফুরন্ত ভেঙে সেই মৃতপ্রায় আমি থমকেছি
চাই না এই রক্তে ভেজাতে তোমার নামখানি ॥