STORYMIRROR

Subarna Debnath

Abstract Romance Tragedy

4  

Subarna Debnath

Abstract Romance Tragedy

বিষাক্ত

বিষাক্ত

1 min
383

নাই বা বললে সবটা

থাক কিছু অভিমান বাঁধা, 

মনের কোণায় বা দরজা লাগানো গোপন ঘরে..

জানবো কখনো, ইচ্ছে হলে বোলো...!

জোর আমি করবো নাহ বা হয় তো 

তার অধিকার হারিয়েছি। 

ধরতে পেরেও রাখতে পারি নি.,

না না... দোষ আমার, অনুশোচনা আজ তলানিতে ঠেকেছে!

বরাবরের মতো তোমায় ছেড়ে ভুল পথ ধরেছি।

অফুরন্ত ভেঙে সেই মৃতপ্রায় আমি থমকেছি 

চাই না এই রক্তে ভেজাতে তোমার নামখানি ॥


Rate this content
Log in

Similar bengali poem from Abstract