অযথা
অযথা


খামখেয়ালি কথা বলা উঁকি
মারে পর্দার আড়ালে বসে পা দুলিয়ে,
খামকা কেন মাথা খারাপ হবে!
চিৎকারে বোঝা যায় অনেকটা ক্ষোভে।
পেখম মেলে নীরবতা উড়েছে ঘাসে,
সপ্ন মাখা ঝড়া পাতা মুচড়ে পড়ে পায়ের চাপে।
পিষেছে সবটা হাতের ঘষাতে উত্তাপে,
পুড়েছে নরম কাঠ আলোর জোগানে রাত্রি কাটাতে।
মুমূর্ষু সব ছন্নছাড়া নিয়ম হঠাৎ একে
একে হাত পেতে ভিক্ষে করে যেন,..
সবই খুয়েছে, নেয়় বুঝি অন্য কোনো বস্তু। কম্পন চলে খাামখেয়ালে আলগা হলেই ভয়
থেমে গেলে কেউ চাবিকাঠি দেবে না নিয়ে সংশয় ॥