অধিষ্ঠান (শরৎকাল)
অধিষ্ঠান (শরৎকাল)


ভোরের আভার বিরামে স্নিগ্ধতা বাসা বেঁধেছে
কেবলই বুঝি দশভূজার আগমনের সূচনা ঘটেছে।
শিউলির গন্ধে ভেসে আসে মায়ের গায়ের সুগন্ধ,
যুগে যুগে তারই দানে লোকারণ্য আজ সমৃদ্ধ ।
চন্দনের ছোঁয়ায় পাায় পবিত্রতা এ ধরণী,
তুমি যে মা সকলের আমাদের চোখের মণি ।
দিনে দিনে বাড়তে থাকে বিচ্ছিন্নতার আবেগ,
কাছে রাখার অনুরোধে মনে জমে কালো মেঘ।
বিদায়ের সন্ধি ক্ষণে ব্যথা বাড়ে গভীর তটে....
ঠোঁটে শূধু লেগে থাকে 'আসছে বছর আবার দেখা হবে'॥