STORYMIRROR

Subarna Debnath

Classics

3.0  

Subarna Debnath

Classics

অধিষ্ঠান (শরৎকাল)

অধিষ্ঠান (শরৎকাল)

1 min
327


ভোরের আভার বিরামে স্নিগ্ধতা বাসা বেঁধেছে

কেবলই বুঝি দশভূজার আগমনের সূচনা ঘটেছে।

শিউলির গন্ধে ভেসে আসে মায়ের গায়ের সুগন্ধ,

যুগে যুগে তারই দানে লোকারণ্য আজ সমৃদ্ধ ।

চন্দনের ছোঁয়ায় পাায় পবিত্রতা এ ধরণী,

তুমি যে মা সকলের আমাদের চোখের মণি ।

দিনে দিনে বাড়তে থাকে বিচ্ছিন্নতার আবেগ, 

কাছে রাখার অনুরোধে মনে জমে কালো মেঘ।

বিদায়ের সন্ধি ক্ষণে ব্যথা বাড়ে গভীর তটে.... 

ঠোঁটে শূধু লেগে থাকে 'আসছে বছর আবার দেখা হবে'॥


Rate this content
Log in

Similar bengali poem from Classics