বেসুরো
বেসুরো


যাত্রীহীন এই দিন গুলো বড্ড বেহায়া ,
মুখোশটা আলগা... ধরে রাখা শক্ত
অভ্যেস নেই তেমন ,, লুকোনো বেজায় দৃৃৃৃষ্টিকটুু।
লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড মিথ্যে
মরমে মরছি অনবরত , বাঁচার পদ্ধতি নেই মনে
দীর্ঘদিন হিংস্রতা বাঁচিয়ে অযথা বিবাদ করছি,
মুখ চেপে গর্জে ওঠে জ্বলন্ত অশ্রু...... ।
বিবেচনা বোধ বাাক্স বন্দি
পাশে রাখি নি কোনো স্পর্শ,
জটিলতার বিস্ফোরক ঘটার ভয়ে।
জ্বলছি তবু স্তব্ধ যে আকড়ে তবু ও ধরি নি
পাছে যদি সর্বতোভাবে অধরা রয়ে যাাই,
নেহাতই সময় নেই , যুদ্ধ শেষ করার
মিলবে একদা সমস্ত সর্বহারা, অপ্রাপ্তি
অনিশ্চয়তা।।