STORYMIRROR

Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

নদীর দহনকার্য

নদীর দহনকার্য

1 min
441

ফিরে দেখো চেনামুখ

ক্রমে ঘুরছে তোমার শহরে

ফেলে রাখছে প্রতিকার

যেভাবে লুটিয়ে ছিল

প্রেমিকারা নদী আর চড়ে


গতকাল কারা যেন

অপরাধে চষেছিল বুক

সকলে নিজের দিকে

কারুকার্য ভেঙে দিতে

ছুঁড়েছিল উদগ্র চাবুক


যেভাবে নদীর স্রোতে

তপস্বী ধুলোর শব ভাসে

যেভাবে মোহনা থেকে

আবার প্রেমের জন্য

ছাই মেশে বিপন্ন আকাশে


যতটুকু নেভাবার,

ততটা আগুন দিও গায়ে

প্রতিটা দহন শেষে

ছাই ও বালির মধ্যে

প্রেমিকারা আবার জন্মায়


Rate this content
Log in

Similar bengali poem from Classics