নদীর দহনকার্য
নদীর দহনকার্য


ফিরে দেখো চেনামুখ
ক্রমে ঘুরছে তোমার শহরে
ফেলে রাখছে প্রতিকার
যেভাবে লুটিয়ে ছিল
প্রেমিকারা নদী আর চড়ে
গতকাল কারা যেন
অপরাধে চষেছিল বুক
সকলে নিজের দিকে
কারুকার্য ভেঙে দিতে
ছুঁড়েছিল উদগ্র চাবুক
যেভাবে নদীর স্রোতে
তপস্বী ধুলোর শব ভাসে
যেভাবে মোহনা থেকে
আবার প্রেমের জন্য
ছাই মেশে বিপন্ন আকাশে
যতটুকু নেভাবার,
ততটা আগুন দিও গায়ে
প্রতিটা দহন শেষে
ছাই ও বালির মধ্যে
প্রেমিকারা আবার জন্মায়