STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational

3  

Sipra Debnath

Abstract Inspirational

নায়ক

নায়ক

1 min
181


নায়ক তুমি হে কবিগুরু আমার জীবনধারায়

বহিয়া চলেছ আজও আমার শিরা- উপশিরায়,,

নায়ক তুমি হে আমার কবিতার

কবি হয়েছি আমিও পড়িয়া কবিতা তোমার।

নায়ক তুমি আমার গানের ভুবনের

শুনিয়া শিখেছি গান তোমার রচিত গান,,,

কি পাইনি তোমার কাছে? দুঃখ আনন্দ প্রেম বিরহ

ভালোবাসা স্নেহ মায়া মমতা চিরাচরিত অহরহ।

তুমি সাবলীল পুরুষ!!!

কোথাও বিন্দুমাত্র নেই তোমার জড়তা

নায়ক তুমি আমার সকল ক্ষনের

পূজায় প্রকৃতিতে সমস্ত জীবনে

দার্শনিক তুমি আদর্শ দর্শনে।

তুমি বিশ্বকবি কবিতার গুরু

তোমার অনুপ্রেরণাতে আমার কবিতা লেখা শুরু,,,

জীবন নাটকে তুমি অভিনয়ে

সবখানে পাই তোমায় যখন তাকাই যেখানে।

তুমি মহানায়ক আমার প্রণাম লহ শত কোটি

বিশ্ব বন্দিত তুমি তোমায় বন্দনা করি।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract