STORYMIRROR

TANMOY SEN

Classics

3  

TANMOY SEN

Classics

নাস্তিক-আস্তিক

নাস্তিক-আস্তিক

1 min
858

সন্দিহান আমি, অন্যের ভাবনায়,

আমি নাকি হয় নাস্তিক,

নতমাথা এই বিশ্বের কাছে,

তবে কেন নয় আস্তিক?

জটিল অথচ সুশীল মানুষ,

কত মাধুর্য মায়ের কোলে!

মহাবিশ্বের প্রকৃতিতে সকল

জীব মহা আনন্দে দোলে,

কত সৌন্দর্য এই প্রকৃতির,

কেমন সুরেলা পাখির গান!

কুলু কুলু নদীর ধারা

তোলে মিষ্টি মধুর তান।

ডিম আগে না মুরগী

আজও পাওয়া যায়নি জবাব,

আস্তিক-নাস্তিক তুলনা বৃথা,

লড়াই করা আমাদের স্বভাব।

বারবার জাগে এ‌-কার সৃষ্টি,

গভীর ভাবনায় ডুবি আমি,

উথালি পাথালি এই হৃদয়,

তা দেখে হাসে অন্তর্যামী।


Rate this content
Log in

Similar bengali poem from Classics