STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Romance

নারী

নারী

1 min
207

সর্বত্র চোরাবালি - ডুবে যায় দেহ;

নারী, উর্ধমুখী তুমি; পাখি এঁকেছো?

বাষ্পে সোঁদা সাঁঝ সাজিয়েছ, রিনা?


ধূপের ধোঁয়া, ছন্নছাড়া ছায়া -

আঁকা-বাঁকা; তুমি নিরা, নাকি রিনা?

অবুঝ, বেরসিক, কালী মুখে, কালো গর্ত!


আমি ডুবে যাবো - কুঁকড়ে সমুদ্রপাড়ে;

কাঁকড়ার দ্বীপে, আমি নারীর খোঁজে,

কখনো বা রিনা, কিংবা নীরার খোঁজে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract