Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sriparna Sarkar

Abstract

4.9  

Sriparna Sarkar

Abstract

নারী তোর জন্য

নারী তোর জন্য

1 min
453


সকাল থেকে বিকেল বেলা দিনের শেষে গহন রাতেও শীতের শেষে গ্রীষ্ম এলো, সবার কাজে আছে ছুটি, নারী তোর বেলাতেই কেবল ফাঁকি? ভোরের বেলায় অমল আলোয়, শান্ত মুখে লালের ছোঁয়া, ভিজে চুলে জলের রাশি, তেল সাবান এ গন্ধ বাতাস, তুলসী তলায় শাঁখের ফুঁয়ে, উঠল সারা জগৎ জুড়ে, এক দৌড়ে রান্নাঘরে গরম তেলে মাছের ধোঁয়ায়,আকাশ বাতাস মাতল বাসে হলুদ ফুলের ছাপা শাড়ি নুন হলুদের রং খেলেছে, চানের ঘরে জলের আওয়াজ এক থালা ভাত উঠছে ধোঁয়া, স্কুলের বাসের হর্ন‌ও বাজে; নারী তখন পাগল কাজে, টিফিন প্রোজেক্ট একহাতেতে, নারী তখন দশভূজা, লেগিংস টপ ছুটছে নারী কাজের টানে,শুনবে কে তার রোজ পাঁচালী?

আসতে কেন হল দেরি? সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে পড়াতে বসা, এক জীবনের নানান কাজে আজ যেন সে দশভূজা ঠাকুর ঘরে দশটা বাজে; এঁটো বাসন তুলে নিয়ে নারী এখন বিছানাতে ,ঘড়ির কাঁটা করুণভাবে পরেরদিনের বাজনা বাজায় ,দু চোখ যেন আসে বুজে; একটাই শখ এই নারীটির মনের কথা ছন্দে লেখে,নেইকো তার যে কোন অভিযোগ, এই তো নারীর নারী দিবস! তবুও সে সুখেই আছে‌। নাইবা হল কোনো ছুটি‌; কাজের মাঝে জীবন খোঁজে।


Rate this content
Log in

More bengali poem from Sriparna Sarkar

Similar bengali poem from Abstract