::নামহীন সম্পর্ক::
::নামহীন সম্পর্ক::
কিছু সম্পর্কের নাম থাকে না
তবুও তারা বেঁচে থাকে
ঘুমহীন চোখে নির্জন রাতে
একাকী দু'চোখ বেয়ে জল ঝরে যখন
নামহীন সম্পর্ক গুলো রাতে ফোটা
নামহীন ফুলের মতো
সূর্য অস্ত গেলে আকাশ ভরা তারার নীচে
সঙ্গীহীন হয়ে নামহীন সম্পর্ক উঠে ফুটে
আবার সূর্যোদয়ের সাথে সাথে
মাটিতে পড়ে ঝরে।
সারা রাত গন্ধে করে মাতাল
নামহীন সম্পর্ক গুলো
নামহীন ফুলের মতো।
রাতের গহীন অন্ধকারে
জেগে উঠে মনের মাঝে
রাগে অনুরাগে রাঙিয়ে দিয়ে
সূর্য উঠলেই লুকায় গিয়ে
দু'চোখের মাঝে
বাস্তবের মাটি না ছুঁয়ে
বেঁচে থাকে গোপনে
হৃদয়খানি জুড়ে।
নামহীন সম্পর্কের প্রয়োজন নেই নামের
নির্জনে দু'চোখের জলেই তারা বাঁচে।

