ভালোবাসার বাড়ি
ভালোবাসার বাড়ি
কোথা গেল সেই বাড়ি?
যেখানে আমরা
পেট ভরে না খেয়েও
শত দুঃখ সহ্য করেও
থাকতাম শান্তিতে হেসে খেলে
মনের সাথে মনের ছিল না আড়ি।
কোথায় হারিয়ে গেল
আমাদের সেই ভালোবাসার বাড়ি।
মা গুন গুন গান করে
উনুনে রাঁধত স্বপ্ন।
বাবার ঘামে জ্বলত উনুন
তাদের ত্যাগ উনুনে চড়ত।
হারিয়ে গেছে সে সব বাড়ি
হারিয়ে গেছে প্রেম।
বিলাশ বহুল ফ্ল্যাটে এখন
প্রেমহীন জীবন।
