বর্তমান শিক্ষার কঙ্কাল
বর্তমান শিক্ষার কঙ্কাল
অভাবের তাড়নায় নয় ভালো না লাগায়
নতুন ক্লাসে ভর্তির কিছুদিন পর
ছেড়ে দিয়েছিল পড়া
বরাত জোড়ে পেয়ে গেল
সাইকেল বা মোবাইল কেনার টাকা।
সারা বছর বই না খুলেও
উতরে গেল বোর্ডের পরীক্ষাটা
বইয়ের ভিতর কী আছে --সাপ না ব্যাঙ ভরা
জানল না সে একদিনের তরে সিলেবাসটা
তবুও সে পাস করে গেল পরীক্ষাটা।
একেই বলে বরাত
এখন সে বোর্ডের সার্টিফিকেট হোল্ডার।
