শরশয্যায় সভ্যতা
শরশয্যায় সভ্যতা
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে।"
হে স্রষ্টার সর্বশ্রেষ্ট সৃষ্টি, এই কি তোমাদের কৃষ্টি!
কেন সৃষ্টির প্রতি নেই তোমাদের দৃষ্টি?
নিজের হাতেই কাঁচুলি করেছ ছিন্ন
তারপর চুষে খেয়েছ সবুজ দেহ
সারা শরীরে বসিয়ে দিয়েছ দাঁত
কালো চাদরে ঢেকে দিয়েছ ক্ষতের চিহ্ন।
ভালো করে চারদিকে দেখো চেয়ে
উন্নয়ণের পিঠে ,অট্টালিকার প্রতি পদক্ষেপে
কালো কালো অক্ষরে ছাপা মৃত্যুর পদচিহ্ন।
চুপ করো, কথা বলো না, শব্দ করো না কোনো!
বন্ধ করো তোমার উন্নয়নের বুলি
তোমার হাতে মুখে লেগে সবুজের রক্ত, তুমি খুনি!
দেখেছ কি ভেবে, জবাব কী দেবে ভবিষ্যতে
কোথায় লুকাবে মুখ হারিয়ে সভ্যতার চিহ্ন?
আমরা সবাই আজ, নিজেই নিজের মৃত্যুর চণ্ডাল,
নিজেই নিজের কবর খুঁড়েছি,সাজিয়ে নিয়েছি চিতা
তাকিয়ে দেখ শরশয্যায় আজ শায়িত রয়েছে উন্নত সভ্যতা।
