STORYMIRROR

Bivas Chakraborty

Abstract Fantasy Children

3  

Bivas Chakraborty

Abstract Fantasy Children

প্রতিদিনের হিসাব

প্রতিদিনের হিসাব

1 min
263

সপ্তাহের প্রতিদিন

কোথা হতে কী করে

কেটে যায় দিন দিন।

রবি দিয়ে শুরু হয়

স্কুল কলেজ অফিস ছুটি রয়

খাওয়া দাওয়া ঘুম আড্ডা

হাসি ঠাট্টায় কেটে যায়।

সোম থেকে শুরু হয় স্কুল-কলেজ

ভালো না লাগলেও শান্তি একটাই

স্কুল-কলেজের বন্ধু-বান্ধবীদের সাথে

দেখা হয় একসাথে থাকা হয় এইদিন ।

তাছাড়া মোটও লাগে না ভালো এইদিন।

মঙ্গলবারও আলাদা নয় সোমের থেকে

নামে শুধু আলাদা,বাকি সব একই

বুধবারও সোম মঙ্গলের দোসর

কোনো ভাবে কেটে যায় এইদিন।

এরপর আসে গুরুবার জেনো

বাড়িতে নিরামিষ রান্না হয় এইদিন।

ভালো না লাগলেও খেতে হয়

বাইরে আমিষ খেয়ে

কোনো ভাবে কাটে এইদিন।

বৃহস্পতির পরে আসে শুক্র

পড়াশোনা খেলাধুলা আড্ডা আর খাওয়া দাওয়া করে কোনো ভাবে কেটে যায় এই দিনও।

সব শেষে যেই আসে শনি

রবিবারের জন‍্য শুরু হয়

মনের ছটফটানি।

বর্তমান পরিস্থিতিতে

সব বারই মনে হয় একই

ঘরে বসে কোনো রকমে

কেটে যাচ্ছে রবি থেকে শনি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract