নাহয় হলই পরকীয়া
নাহয় হলই পরকীয়া


আজকে বৃষ্টিতে ভিজলি নাহয়,
একলা ছাদের ‘পরে।
আমি নাহয় থাকবো একা,
চিলেকোঠার ঘরে।
আজকে নাহয় হব আমি,
ঠান্ডা ভেজা হাওয়া।
শুধু অছিলায় আলতো স্পর্শে,
তোকেই ছুঁয়ে যাওয়া।
আজকে নাহয় লিখব আমি,
প্রথম প্রেমের গান।
তোকে ভালোবেসে দিলাম সঁপে,
আমার মন প্রাণ।
আজকে নাহয় আসলি কাছে,
বৃষ্টিভেজা রাতে।
ভালোবাসা হয়ে ছুঁয়ে যাবো তোকে,
হাত রেখে তোর হাতে।
আজকে নাহয় সব ভুলে হবি,
শুধুই আমার প্রিয়া।
দোষ কি তাতে এটাও তো প্রেম,
নাহয় হলই পরকীয়া।