নাগরিক প্রেম
নাগরিক প্রেম
অকাল বসন্তেরা —
বারে বারে ফিরে আসে;
আবার ঠকবে জেনে
কেন তবু ভালোবাসে?
নাগরিক প্রেম,
ভাসে বিষণ্ণ বাতাসে—
কিছু আশা তবু
বাঁচে দারুণ হতাশে ৷৷
অকাল বসন্তেরা —
বারে বারে ফিরে আসে;
আবার ঠকবে জেনে
কেন তবু ভালোবাসে?
নাগরিক প্রেম,
ভাসে বিষণ্ণ বাতাসে—
কিছু আশা তবু
বাঁচে দারুণ হতাশে ৷৷