না এর চাওয়া
না এর চাওয়া
না এর চাওয়া
৩০/১১/২৩
দূরত্বই ভালো রোজ ঠোকাঠুকি হয় না
মনে দূষণ ঘটে না
কেউ কারো প্রতি শকুনি হয় না।
বিরহই ভালো অবহেলা গর্জন করে না
মনে রাগ আসে না
কেউ কারো প্রতি দুর্বাসা হয় না।
বন্ধুর পথই ভালো পা পিছলে যায় না
মনে ফাটল ধরে না
অপবাদের লাভা জেগে ওঠে না।
চেতনার বুকে অভিজ্ঞতা পাহাড় চাই না
সুখের ঝর্ণা ঝরে না
সরিসৃপ স্মৃতি যেন জড়িয়ে ধরে না।
@নিখিল

