মুক্ত জীবন :::
মুক্ত জীবন :::


বন্ধ দেওয়াল ফ্লাট বাড়ি
একলা মানুষ, দিন কাটেনা,
সঙ্গ দেওয়ার সঙ্গী কোথায়?
দেখেও না কেও অসুস্থতায় !
মনের সাথে যুদ্ধ করে-
জীবন বাঁচার অর্থ হারায়,
এমন অনেক বৃদ্ধ বৃদ্ধার
বৃদ্ধাশ্রম ই ঠিকানা হয় ---!!
বৃদ্ধাশ্রমের দুঃখ-কথা,
শুনেছ তো বহুবার ---
ওই দেয়ালের মাঝেও আছে
সুখ-কাহিনী অপার ....!!
আশ্রমের ঐ দঙ্গলেতে
মুক্ত জীবন বিহঙ্গ ----
আবার বাঁচার স্বপ্ন বোনে ,
অশতিপর বৃদ্ধ ও ----
আপন অনেকে, রক্তেতে নয়,
তবুও আপন তারা অন্তরে --
দিন কেটে যায় হেসে খেলে,
হঠাৎ করেই যেন
সকাল মেশে সন্ধ্যেতে -!!