মশাল জ্বালো
মশাল জ্বালো


মশাল জ্বালো , দু চোখের আঁধার পটে
জ্বালো মশাল জ্বালো |
উড়িয়ে ভাবনা , ঘুচিয়ে যাতনা ;
দেখাতে আলো মশাল জ্বালো ;
জ্বালো হে আঁধার পটে জ্বালো মশাল জ্বালো |
নতুন বরণ করে সূর্য যেমন ,
তুমিও প্রহর নিশি কাটাও ধীরে তেমন |
সেই তাপ নিয়ে শুভকে ডেকে আনো ,
আনো ডেকে শুভকে ডেকে আনো |
শিখার বুকে থাকে তেজ যেমন ,
অক্ষিকোটরে রেখো বন্দী তেজ যেমন |
সেই তেজ নিয়ে জ্বালো হে আঁধার পটে
জ্বালো মশাল জ্বালো |