মৃত্যুর হাতছানি
মৃত্যুর হাতছানি
মৃত্যু তো কিছু নয়,
না একে গণনা করা যায়,
এটিতো আর কিছু না,
শুধু দেহ ও স্থান পরিবর্তনের প্রক্রিয়া।
কিছুই তো বদলায়না,
না তুমি, না আমি,
আমরা তো একই রকমই থাকি,
ডেকো তুমি আমায় সেই পরিচিত নাম ধরে,
দেবো আমি সাড়া যদি থাকি মৃত্যুর কোলে।
অশ্রুতে ভরিওনা তোমার দুনয়ন,
আমার দেহ আজ করেছে মৃত্যু বরণ।
কিন্তু আমি আজও আছি জীবিত,
হাজার বাতাসের মধ্যে প্রবাহিত,
আমি হব সেই হীরের মত ঝলমলে তুহিন,
পাকা শস্যের ওপর পড়া সূর্য নবীন।
আমি হব শরতের মৃদু বৃষ্টি,
যার স্পর্শ পেয়ে হবে নতুন জীবনের সৃষ্টি।
আমি হলাম তোমার ভোরের নিস্তব্ধতা,
দূর করব তোমার নিঃসঙ্গতা।
তাই ভয় পেওনা দেখে মৃত্যুর হাতছানি,
মৃত্যু তো অবশ্যম্ভাবী।।
