মোদের ভারতমাতা
মোদের ভারতমাতা


তোমার বুকে লক্ষ ক্ষত রক্ত ঝরা,
বলোনা মা সইছো কেনো এ লাঞ্ছনা।
তোমার সন্তানেরা কাঁদছে দেখো অনাহারে,
দিচ্ছ কেনো তাদের মিথ্যা সান্ত্বনা।
হয়না কেউ শয়তানদের সাথী স্বজন,
চলতে পথে সবাইকে তারা চোখ রাঙায়।
নয় কেউ তাদের নিজের মা-বোন,
যাকে পায় তাকেই শুধুই ছিঁড়ে খায়।
তোমার বুকে লুটিয়ে কাঁদে স্বাধীনতা,
চুপ থেকে মা সইছো কেনো এ যন্ত্রণা।
কিসের ভয়ে লুকিয়ে মুখ তুমি শব্দহীন,
আঘাত হানো মৌন হয়ে আর থেকোনা।
ছেড়ে পতাকা তুলে নাও তুমি অস্ত্র হাতে,
যাদের পাপের হিসাবে পূর্ণ হচ্ছে তোমার খাতা।
বিচার করো, শাস্তি দাও তুমি তাদের,
তুমি মা শুধু নও, তুমি যে মোদের ভারতমাতা।