মোবাইলের প্রেম
মোবাইলের প্রেম
অনেকটা নয়, এতোটুকুই।
সুকঠিন ধরা ভিজলো এতোটুকুই
জমাট ব্যথা উবে গেলো তার একটী কথাতেই
জীবনের প্রতি আজ বড় বেশি মায়া!
মধুর সুরেলা কন্ঠ নয়, কর্কশ কণ্ঠে ডেকেছিলো সে, আসলে
ওপাশ থেকে ডাকলো, আমি শুনলাম।
কর্কশধ্বনি জলতরঙ্গের মতো বাজলো কিছুক্ষণ,
তারপর কিছুক্ষণ মুদ্রিত চোখে রইলাম।
বেশি কিছু নয়, এ আমার মুঠোআলাপের প্রেম
এ আমার চোখে না দেখা স্বপ্নের গল্প
কর্কশ গলায় পরী মোহনীয় হয়ে
মোহনবাঁশী বাজায় কানে,
আমার মন ছুটে যায় স্বর্গপানে
বিষন্ন সুরে বাজে সানাইর মতো,
‘ভালো আছো তো ? ভালো আছো তো ? ভালো আছো তো?’
ধ্বনি, প্রতিধ্বনি চর্তুদিকে ছড়িয়ে ...
