Sulata Das

Abstract Fantasy Children

3  

Sulata Das

Abstract Fantasy Children

মনপাখি

মনপাখি

1 min
88


       বৃক্ষ শাখে বসা ছোট্ট মুনিয়াটিকে দেখে,

আজব এক সাধ উঠল আমার মনে জেগে-

   মনে হোল পাখি হয়ে ডানা মেলে আকাশে যাই উড়ে ,

মনের সুখে হাওয়ার দোলায় ভেসে বিশ্ব দেখি ঘুরে। 

   থাকবে না কোন বিধিনিষেধ,লাগবে না যানবাহন,

যেখানে খুশি সেখানে যাব,যখন যা ইচ্ছে করবে আমার মন।

    কখনো দীঘির ধারে,কখনো নদীর পাড়ে,

যেখানে জেলেরা বসে মাছ ধরে।

    ছোঁ মেরে তুলে নেব একটা ছোট মাছ,  

থাকবে না রাতদিন কোন ঘরকন্নার কাজ।

    স্বাধীন আমি,মুক্ত মনে উড়ে বেড়াব,

বুনো ফল,ফুলের মধু আর খেতের শস্যদানা খাব।

     যদি হই কোকিল তবে মিষ্টি সুরে গাইব গান,

ময়ূর হলে রংবাহারি পেখম তুলে বর্ষায় নাচবো নাচ।

     কপোত হলে চিঠি পৌঁছে দেব মেঘবালিকা কে,

রাজহাঁস হয়ে কাটব সাঁতার স্নিগ্ধ স্ফটিক জলের জলাশয়ে। 

    বাবুই হলে তাঁতীর মতো অপরূপ বুনবো বাসা,

দোয়েল হলে লেজ দুলিয়ে মনের সুখে আহ্লাদে শিষ দেব খাসা। 

     পানকৌড়ী হয়ে জলে দেব ডুব,

কুবো পাখি হলে ডাকব কুব কুব।

     মাছরাঙা হলে জলে ডুব দিয়ে মাছ ধরবো,

চাতক হলে বৃষ্টির আশায় আকাশ পানে চেয়ে থাকবো।

      কাকাতুয়া হলে রূপে সবার মন লোভাবো, নীলকন্ঠ হয়ে কৈলাশে উড়ে যাব।

     বক হলে ঝাঁক বেঁধে আকাশে ডানা মেলে উড়বো,

পরিযায়ী হলে ঋতু পরিবর্তনের সাথে দেশান্তরিত হব।

     পাল তোলা নৌকার মতো ডানা মেলে,

যেদিকে মন হবে যাব আমি চলে।

      এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাব,

মেঘের দেশে মেঘের সাথে ভেসে বেড়াব।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract