মনের রহস্য
মনের রহস্য
মন কখনও চঞ্চল, কখনও উদাস
কখন প্রানবন্ত
মন কখনও অবেগ প্রবন, আবার
কখনও প্রচন্ড রকম শান্ত।
মন যেন এক গভীর সমুদ্র,
যার অন্তরের গভীরতা কখনও
যায় না মাপা,
মন আয়নায় নিজের আসল
রূপকে যায় দেখা।
মন রহস্যের বেড়াজালে নিজেকে
রাখে জড়িয়ে,
মন আপন স্মৃতিপটে সমস্ত
অনুভূতিকে যত্ন করে রাখে সাজিয়ে।
মন আপন খেয়ালে পাড়ি দেয়
জানা অজানার মাঝে,
তাকে আটকে রাখা যে খুব কঠিন
সে যে আপন রঙিন ভেলায় ভাসে।
মন আ
নন্দে থাকলে ফুলের
মত সুগন্ধ ছড়ায় জীবন মাঝে,
জীবন কে রাঙিয়ে তোলে
বাসন্তি রঙের সাজে।
মন আঘাতে জর্জরিত হলে
জীবন মাঝে ঘন কালো মেঘ জমে,
প্রবল ঝড়ে হয়ে সবকিছু করে লন্ডভন্ড
শান্ত হয় শ্রাবনের প্রবল বর্ষনে।
মনকে বোঝা বড়ই কঠিন!
সে যে বড্ড বেপরোয়া,
কখনও হয় উদাস আবার কখন
আনন্দে পাগলপারা।
মনের রহস্য লুকানো থাকে মনের মাঝে,
মনের মত করে জীবনকে সাজিয়ে তুলব সবসময় নতুন নতুন সাজে।
যতই আসুক বাঁধা ভেঙ্গে
পড়বোনা কোন মতে,
মনের কথা শুনে এগিয়ে যাব জীবন
পথের প্রতিটা বাঁকে।