STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

মনের গোপনে

মনের গোপনে

1 min
160


আজও পড়ন্ত বিকেলে চিলেকোঠার

জানলা দিয়ে মৃদু রোদ দেয় উঁকি,

আজও না পাওয়া ভালোবাসার

কষ্টে মন হয় দুখি।

আজও সূর্য ডোবে আকাশকে

রঙিন করে,

আজও ডালে ডালে আসে ফুল ভরে।

আজও চাঁদ ওঠে সন্ধ‍্যার আকাশে,

আজও শিশির বিন্দু জমে ঘাসে ঘাসে।

আজও পাখিরা গান গায়,

আজও বসন্ত নানা রঙে

প্রকৃতিকে রাঙায়।

আজও তোমার আমার যাতায়াত

একই পথে,

শুধু যাত্রাটা হয়না হাতে হাত রেখে।

তোমার হাতের মুঠোয় এখন অন‍্যের

হাত শক্ত করে ধরা,

আমিও এখন অন্যের জীবন সাথী

চলছে সুখের খেলাঘর গড়া।

দুরত্বের জালে জড়িয়ে ভাঙ্গা গড়ার

খেলা বুঝি এই ভাবেই চলে,

শুধু কেউ হয় খুব আপন আবার কেউ

হয়ে যায় পর সময় স্রোতের অতলে।

পুরাতন কে পিছনে ফেলে

নতুন সম্পর্ক ওঠে গড়ে,

শুধু জীর্ন স্মৃতিরা রয়ে যায় 

অন্তরের গভীরে ।

আজ তুমিও সুখি আমিও সুখি

লোকারন‍্যের সম্মুখে,

মনের গোপন কোনের সঠিক

ঠিকানা কেই বা রাখে।





Rate this content
Log in

Similar bengali poem from Romance