মনের চাকার অবচেতন
মনের চাকার অবচেতন
পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণ এর অধীন নয়,
কালচক্রে, চক্রায়িত ঘটনার আঘাতে ,
অবচেতনে চলমান কুচক্রী মনঃ অবসাদের প্রান্তর ।
ঠিক তখনই,
মৃত্যুর ছায়ায় আবিষ্ট জীবন-বিন্দুর করিডোর।
সানাইয়ের ছন্দে, সুরের জোয়ারে
ক্রন্দনে ভারাক্রান্ত ইহলোক।।
গোলাপের কুড়ি ইতস্তত ভঙ্গিতে নেতিয়ে আছে।
দিক্-বিদিক জ্ঞানশূন্য হয়ে ভেসে আছে।
রজনীর গন্ধে খাটে সজ্জিত নিষ্প্রাণ দেহ
জ্বলছে পরলোকগমনের বাসনায়।
