মনে মনে ..🌿
মনে মনে ..🌿
মন কেমনের ঘরের কাছে
মেঘ পিওনের বাসা,
দল বেঁধে সব দুঃখ গুলোর
অবাধ যাওয়া আসা।
দূরের ওই দিগন্ত রেখায়
সুখের নাকি ঘর ,
অন্য মনে বাঁধলো বাসা
আমিই যাযাবর ।
শ্রাবণ এসে ভিজিয়ে যায়
ভাঙে চোখের বাঁধ ,
দুঃস্বপ্নেরা দাপিয়ে বেড়ায়
ঘুমহীন চোখের প্রলাপ।
স্বপ্ন গুলো বাঁচবে ঠিকই
গড়বে নিজের "ডানা"
"সেই" ঘরে আজ করা নাড়ায়
নতুনের আনাগোনা ....
নিজের আমার , নিজের তোমার
নিজের পরিবার
ভালোবাসার ঠিকানা বদল আর
বিশ্বাস ছারখার।
দু-হাতে দুয়ার বন্ধ করে
আজ কষ্টেরা অভ্যেস,
ইচ্ছেরা সব গুমরে মরে
কেবল নিরুদ্দেশ।
হয়তো একটা চাওয়া পূরণ হবে,
সত্যিই হবে ঘর ,
আর একদিনের বিশ্বাসের জয়ে
হবেই পরিবার।।
(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)
