"মনে কি পড়ে "
"মনে কি পড়ে "
মনে পড়ে কি সেই শুভক্ষণের কথা
যেদিন তোমার সাথে প্রথম দেখা!
ভুলে গেছো কি!
আকাশে ছুটে চলা রোহিনী নক্ষত্রকে!
সেদিনের বাক্যে ছিল আড়ষ্টতা
কেশাগ্ৰ ছিল রজ্জুহীন।
তোমার মনে আছে কিনা! জানি না
তবে, তোমার এক পায়ে নূপুর ছিল না ।
প্রশ্ন করেছিলাম তোমায়! কিন্তু
তোমার থেকে শব্দ পাই নি,বাক্য পাই নি
পেয়েছি তোমার অন্তরের ধড়াস শব্দ
আর পেয়েছিলাম বাক্যের আড়ষ্টতা।
