"কালো চোখে জল " পূজা কর্মকার
"কালো চোখে জল " পূজা কর্মকার
শীতে পাতা ঝরে গেল
তিরতির করে বসন্তও এলো
কোকিল ডাকলো
ফুল ফুটলো
দখিনা বাতাস বহিল।
বনে বনে সবুজের সমারোহ
প্রকৃতি স্নাত হলো বারিধারায়
রোদে পোড়া ঘাস
সঞ্জীবনী শক্তি ফিরে পেল।
বাসন্তী সাজে সাজলো কিশোরী
বসন্তের আগমনে কত গান গাইলো
গাঁদা ফুল খোঁপায় শোভা পেল
মেঘবালিকা অতসী পুষ্পবর্ণ বস্ত্র পরিধান করলো।
চোখে পরলো কাজল
চোখ দুটো ছলছল।
কাজল কালো চোখ বেয়ে গড়ায় জল।
