"বিয়োজন " পূজা কর্মকার
"বিয়োজন " পূজা কর্মকার
সময়ের সমীক্ষায় দাঁড়িয়ে পথিক
সেকেন্ডের কাঁটা গুনছে
এ গণনার যেন শেষ নাই
গুনেই যাচ্ছে, গুনেই যাচ্ছে...
পথিক উপলব্ধি করতে পারছে না
সে সময়ের সাথে চলছে
নাকি সময় সমীকরণের বিপরীতে!
সাম্যবস্থায় আছে
নাকি দহন বিক্রিয়ায় জ্বলে উঠছে।
পথিক কখনো ভাবছে,
আমি এসিড ও ক্ষারের সমন্বয়ে প্রশমিত হচ্ছি!
ফলাফলে কিছুই না
কেবল বিয়োজন আর বিয়োজন!
সংযোজন বলতে পথিকের অবশিষ্ট কিছু নেই!
