তুমি আমার অমর সাথী
তুমি আমার অমর সাথী
কবিতা তুমি আমার অমর সাথী
হৃদয়ে অনিশেষ প্রেম ভালোবাসা
কবিতা তুমি আমার সন্তাপ
হৃদয়ে জাগানো অন্তহীন আশা।
আলোর মাঝে আলো
তুমি ভালোবাসো আমায়
দূর করে দাও যত কালো
তাই তো আছি তোমার মায়ায়।
কালবৈশাখী ঝড় হয়ে এসো
শ্রাবণের বারিধারা
আসন দিলাম মনে বসো তুমি
করো আমায় আত্মহারা।
