"ক্ষণকাল"
"ক্ষণকাল"
দুইদিন যাবৎ দিনের দৈর্ঘ্য শেষ হচ্ছে না
দিন বড়! নাকি আমি ছোট
কর্ম বড়! নাকি অলসতার অবসান...
কর্মঠ ব্যক্তিত্ব!
নাকি কিছু্ই নয়
বন্ধন ছাড়া কি আর কিছু হয়!
সময়ের মূল্য দিতে জানি না বলে
অন্ধকারে দেয় ঠেলে ফেলে।
শুন রে মন, তুই তো চঞ্চল
একটু সূক্ষ্ম সুন্দর পরশ পেতে চাইলে
অলসতা ছেড়ে
কর্মের কোলে পড় ঢলে...
