"থেকে যাও পল্লবী " পূজা কর্মকার
"থেকে যাও পল্লবী " পূজা কর্মকার
পল্লবী, তুমি আরোহী বৃক্ষ দেখেছো!
আশ্রয় নেই, অবলম্বন করে অন্য বৃক্ষকে।
তুমি যদি পাশে না থাকো!
জানো পল্লবী,জানো আমি সব ভুলে যাই!
আমি কবিতা লিখতে পারি না!
শব্দ এসে দাঁড়ায় না,ছন্দ হারিয়ে ফেলি
আমি আমাতে অবস্থান করি না
তুমি আড়াল হইও না পল্লবী!
আরোহী বৃক্ষের মত জড়িয়ে থাকো আমায়।
যখন তুমি এসে দাঁড়াও আমার পাশে
তখন আমি পৃথিবীর রূপ ভুলে যাই
তোমার মাঝে আমি আমাকে খুঁজে পাই।
তুমি যেও না পল্লবী
থেকে যাও আরোহী বৃক্ষের মত।
