"যদি বলো" পূজা কর্মকার
"যদি বলো" পূজা কর্মকার
শুধু ছিলাম তোমার অধীর অপেক্ষায়
একবার ভালোবাসা দিয়েছিলে বলে
নির্লজ্জের মত আছি ,যদি পুনরায়?
আদর্শের বলিদান যদি না হয়
তবে, হয়তো কিছু কিছু কিন্তু রয়।
যদি বলো একবার, ঠিক আছে
আমিও উল্লাসে ফেটে পড়ি আনাচ কানাছে।
