"নারীর কেন দোষ " পূজা কর্মকার
"নারীর কেন দোষ " পূজা কর্মকার
পৃথিবীর সমস্ত দোষ যেন নারীতে বর্তায় কেন
এমন কেন! নারী সমস্ত দোষের ডাকপিয়ন যেন।
নারীরা অবলা জাতি বলে নাকি শিবরাত্রির সলতে...
তুলে দিতে পারে না বলে কোলে!
সকল রাগ অভিমান অভিযোগ কেন!
নারীর আবেগের ভিত্তি নেই যেন
নারীর প্রতি এত ঘৃণা, এত রোষ কেন
নারীরা কী রিমোর্ট কন্ট্রোল গাড়ি যেন!
কেন এত ঈপ্সা, এত অভিমান, রাগ
নারী জাতির কি থাকবে না আপন বাক?
এত ধৈর্য্য, এত সহ্য কখনো নারী অতি অসহ্য
তবুও সমস্তই যেন নারীর দোষ
নারীর প্রতি সহিংসতা ও বৃথা রোষ।
জানি না এ কেমন সমাজ
নারীতে কেন নেই শান্তি বিরাজ।।
