মন্দ নয়
মন্দ নয়
না, না, না, ওটা মোটেই হলদে রঙের চাঁদ নয়,
সাদা সাদা পোল্ট্রির ডিমের মাঝে একটা হাঁসের ডিম,
লজ্জায় মুখ লুকিয়ে রয়েছে বলেই যেন মনে হয় !
কদিন আগেও ঝাঁকা মাথায় সেই ফেরিওয়ালাটা___
হাঁক দিয়ে যাচ্ছিল গমগম করে সামনের এই পথটা !
দেশী মুরগীর ডিম, দেশী মুরগীর ডিম, লিবেন নাকি?
নিয়েছিলাম, ছোটো ডিম বলে কথাও শুনিয়েছিলাম !
রিমঝিম বৃষ্টিতে শাক ও মুড়ি দিয়ে যায় যে মাসি বুড়ি,
আহ্লাদ করে সে, হাঁসের ডিম এনেছিল এক ঝুড়ি !
মোটে চারখানা নিয়ে, কিপ্টের মতো তিনটে রেঁধেছি,
আর বাকি একখানা, অন্য ডিমেদের সাথেই রেখেছি।
অবাক কাণ্ড, হাঁসের ডিমের আকার এত ছোটো হয় !
তাহলে নিশ্চয়ই, এ দেশী হাঁসের ডিম বলেই মনে হয়,
কিন্তু দেশী মানেই ছোটো!তবে সুস্বাদু,খেতে মন্দ নয়।
