মল্লিকা অরণ্যে
মল্লিকা অরণ্যে
ঝাউবনে, কিংবা মল্লিকায় –
হারিয়ে যেতে হবেই!
আলো-ছায়া নিয়ে খেলবে, অরণ্য?
তরঙ্গ, উন্মাদ লহরে ভাসবে –
কোকিল হবে তুমি, আমি ফাল্গুনী রাত!
এখনো কি আলো লুকিয়ে রাখো বুকে?
অরণ্য, ঠিকানা তোমার যদি হয় নিরুদ্দেশ,
পথিক হয়ে, হতে পারি দিশেহারা তবে!
একটা মুখশ্রী, আঁকা, খানিকটা বাঁকা,
এলোমেলো কেশ, কালো ময়লা-মাখা!
অরণ্য, তোমায় খুঁজে পেতে,
হারিয়ে যেতে হবেই, বারে-বারে অরণ্যে;
চিনে নিতে হবে, নতুন করে আবার|
সন্ধান মিলবে অতলের, অন্তিম ঠিকানায়|
নয় কি অরণ্য? ঝাউবনে, অথবা মল্লিকায়!

