মহীয়সী ::
মহীয়সী ::

1 min

439
নারী তোমাকে যারা "অবলা" বলে
তারা কি জানে না?
তোমার সক্ষমতা ?
এক কণা বীর্য পেলেই
তুমিতো সৃষ্টি করে ফেলো
একটা তরতাজা প্রাণ !
শৈশব লালনে অদ্বিতীয়া তুমি,
ধৈর্যের আধার ও স্নেহময়ী অপার --!!
সৃষ্টির আদি থেকে
যুগে যুগে কালে কালে
লেখা হয়েছে তোমার জয়গাথা ,
কখনো যুদ্ধে আবার
কখনো বা ভালোবাসায় ----
আর তাইতো তুমি পূজিত হও
কখনো মাতা রূপে
কখনো বা শক্তির আরাধনায় ---