মেঠো ভালোবাসার গল্প
মেঠো ভালোবাসার গল্প
আমারও চোখে ছিলো স্বপ্নের বাসা,
ছিলো একমুঠো জমা অপূর্ণ আশা,
স্বপ্ন ছিলো নিজস্ব একটা ঘর থাকার,
নিজের ভালোবাসার ছোট্ট সুখের সংসার।
আমি চাইনি সাত মহলা বাড়ি,
কিংবা দামী কোনা ব্র্যান্ডের গাড়ি,
চাইনি সামনে বিস্তৃত ফুলের বাগান,
চেয়েছি একজোড়া নীলাভ চোখ অপেক্ষমান।
চেয়েছি শান্ত বিকেল, খোলা আকাশ,
ছিলো ইচ্ছা উড়বার স্বাধীন প্রকাশ।
উড়ে যাবে মুক্ত বিহঙ্গের দুটো ডানা
যেখানে থাকবে না কখনও কোনো মানা।
চেয়েছি বিস্তৃত সবুজ প্রান্তর, স্নিগ্ধ হাওয়া,
গ্রামীণ পরিবেশ, পাহাড়ি ঝর্না বয়ে যাওয়া।
শান্ত নদীটি তার চঞ্চলা ঢেউ নিয়ে বুকে,
বয়ে যায় নির্বাক ভাবে সর্পীল পথে এঁকেবেঁকে
চেয়েছিলাম দীর্ঘ রাত, চাঁদ একফালি
আকাশ ভরা জ্বলে তারা মিটিমিটি,
ক্লান্ত পাখির ডাক, আলো দেওয়া জোনাকি
একটা মিষ্টি হাসি যার উষ্ণতায় আমি বাঁচি ।
এটুকুই তো শুধু চাওয়া ছিলো আমার
তবে কোথায় বাঁকা চাঁদ,সেই চোখের নজর
সেই মায়াবী মুখ, সেই শান্ত নদী কোথায়
স্বপ্নগুলো সব কোথায়, কোথায়, হারায় ?

